সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুল ইসলাম রোমানের পক্ষে মিছিল

চাঁদপুর খবর রিপোর্ট  আগামী ১১ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চাঁদপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের পক্ষে শহরে বিশাল মিছিল বের করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে নেতা-কর্মীরা সমবেত হন। এরপর সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জাহিদুল ইসলাম রোমান পক্ষ থেকে বিশাল মিছিল বের হয়।

মিছিলটি শহরের শপথ চত্বর হয়ে জেএম সেনগুপ্ত রোড, নতুনবাজার, হাজী মহসীন রোড, ছায়াবাণী মোড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হয়ে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে মিছিলটি এসে শেষ হয়।
মিছিলে জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, জেলা, সদর, শহর, কলেজ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মিছিলে উল্লেখযোগ্য স্লোগান ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন শুভেচ্ছা স্বাগতম, রোমান ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ডাক দিয়েছে রোমান ভাই ঘরে থাকার সময় নাই, দুর্র্দিনে সংকটে রোমান ভাইকে কাছে পাই।

একই রকম খবর