স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার পূর্ব সাপদী তালুকদার বাড়ীর মৃত সিরাজ তালুকদারের ছেলে হানিফ তালুকদার (২৮) কে মিথ্যা মামলায় হয়রানি করবে বলেও প্রতিনিয়ত হুমকি-ধামকি প্রদান করছে একই বাড়ির (বিবাদী) (১) ভাসানী তালুকদার, (২) আরিফ তালুকদার, উভয় পিতা- ছিদ্দিক তালুকদার (৩) হালিমা বেগম, স্বামী- ভাসানী তালুকদার, সাং- পূর্ব সাপদী (তালুকদার বাড়ী), পো ঃ বাঘড়া বাজার, থানা ও জেলাঃ চাঁদপুর। বর্তমানে হানিফ তালুকদারের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি মর্মে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) ভুক্তি করেছে। জিডি নং ১১০১, তারিখ : ১৭/১১/২০২২ ইং।
মামলার বাদী হানিফ তালুকদার অভিযোগে উল্লেখ্য করেন যে, বিবাদীগণ ও আমি একই বাড়ীর বাসিন্দা। বর্ণিত বিবাদীগণ অত্যন্ত দুষ্ট, দুর্দান্ত, লাঠিয়াল ও অত্যাচারী প্রকৃত লোকবটে।
বিগত ০৬/০৬/২০২২ ইং তারিখে বর্ণিত বিবাদীগণ সম্পত্তিগত বিষয় নিয়ে আমার সহিত ঝগড়ায় লিপ্ত হয়েছে এবং আমাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। আমাকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এছাড়াও আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি প্রদান করেছে ।
যে কোন মুহুর্তে আমার জীবনহানি ঘটতে পারে। আমাকে মেরে বস্তাবন্ধি করে লাশ নদীতে ফেলে দিবে ।
সম্পত্তিগত বিষয় নিয়ে আমাকে প্রতিনিয়ত মারধর করে এবং প্রাণাশের হুমকি দিয়ে আসছে। আমার নিরাপত্তা বিধান এবং বিবাদীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে থানায় ডায়রীভুক্ত করি। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন।
সেই সাথে আসামীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন ।বিষয়টি তিনি দৈনিক চাঁদপুর খবরকে গতকাল বৃস্পতিবার নিশ্চিত করেন ।