হাজীগঞ্জে সরকারের ৯ বছরের সাফল্য নিয়ে মহিলা সমাবেশ

হাজীগঞ্জ প্রতিনিধি: হাজীগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করণ” প্রকল্পের আওতায় সরকারের ৯ বছরের উন্নয়ন কর্মকান্ডের সাফল্য তুলে ধরে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে শিক্ষক, এনজিও কর্মী, মহিলা জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, গ্রামীন সমবায়, ক্রীড়া সংগঠক এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দুই শতাধিক মহিলা উপস্থিতিতে দিনব্যাপী মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ যেমন একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধ বিশেষ কার্যক্রম গ্রহণ। এছাড়াও সরকারের বৃহৎ প্রকল্পসমূহ ও মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হওয়ার জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে সে সকল বিষয়ে অবহিত করা হয়। তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারসহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া ও জেন্ডার সমতা নিশ্চিত করণ এবং বিগত ৯ বৎসরে জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য সমূহ সম্পর্কে গ্রামীণ জনগনকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন সহকারি জেলা তথ্য অফিসার মো. দোলোয়ার হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাদেক এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারী, সাবেক ইউপি সদস্য হারিছ মেম্বার, সাংবাদিক গাজী মহিনউদ্দিন, সহকারি শিক্ষক নাসরিন নেহার, মোহাম্মদ ইব্রাহিম খলিল, হোসনে আয়শা, কামরুন্নাহার বেগম, জুলেখা বেগম, অভিভাবক জান্নাতুল ফেরদাউস, শেফালী আক্তার ।

অনুষ্ঠানের শুরুতে সরকারের “গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে” মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং বিভিন্ন উন্নয়মূলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।

একই রকম খবর

Leave a Comment