চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে কোস্ট গার্ড বাহিনীর অভিযানে বৃহস্পতিবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী লঞ্চ থেকে প্রায় ১৯ লাখ ৬০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গাডর্ বাহিনীর ঢাকা জোনের অধীনস্থ সিজি স্টেশান চাঁদপুর কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় চাঁদপুর মোহনায় এমভি সাতিল আরবী লঞ্চ থেকে ৯৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৬০ হাজার টাকা। জব্দকৃত কারেন্ট জাল যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম খবর

Leave a Comment