সিনিয়র সচিব হলেন চাঁদপুরের কৃতিসন্তান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

চাঁদপুর খবর রিপোট: বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চাঁদপুরের কৃতি সন্তান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) সিনিয়র সচিব পদমযাদায় উন্নীত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা আজ ০৩ জুন ২০১৮ খ্রি. রবিবার এ সংক্রান্তে সরকারি প্রজ্ঞাপন জারি করেছে।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম(বার) ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি আইজিপি পদে দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যে সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত হলেন।

এদিকে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

একই রকম খবর

Leave a Comment