সিফাত হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে গোপন ব্যালট পেপারে সর্বোচ্চ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত।

১৩ জুলাই শনিবার দুপুরে হাজীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনের ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক জানান, সাইফুল ইসলাম সিফাত ৩৫ ভোট পেয়েছেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দী রেজাউল করিম নয়ন পেয়েছেন ২৩ ভোট। এক বিবেচনায় হাজীগঞ্জ প্রেস ক্লাবের ভোটযুদ্ধে সাইফুল ইসলাম সিফাত সর্বোচ্চ ১২ ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন। আর এ জয়ে সে হাজীগঞ্জ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ লাভ করেন।

এদিকে নির্বাচনের ফলাফল জানার পরে এক প্রতিক্রীয়ায় সাইফুল ইসলাম সিফাত জানান, সব মহান আল্লাহর ইচ্ছা। তিনি চেয়েছেন বলেই ভোটাররা আমাকে যোগ্য মনে করে এ পদে নির্বাচিত করেছেন। আমি যাতে সকলের দোয়ায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারি। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এদিকে হাজীগঞ্জ প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে সাইফুল ইসলাম সিফাত নিবাচিত হওয়ায় তাকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

একই রকম খবর