শাহতলীতে সিরাজুল হক গাজীর স্মরণে দোয়া

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজীর পিতা ও শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ এর প্রাক্তন ইমাম মরহুম সিরাজুল হক গাজীর স্মরনে শাহতলী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় মসজিদ প্রাঙ্গনে মেঘনা বার্তার সম্পাদক ও বড় শাহতলী পাটওয়ারী বাড়ি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মফিজুল ইসলাম।

তিনি বলেন মরহুম সিরাজুল হক গাজী ছিলেন একজন ভালো মানুষ। তিনি তার জীবনের বেশি সময় ব্যয় করেছেন দ্বীনিশিক্ষায়। তিনি সবসময় এই মসজিদের খেদমত করে গেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও অন্যান্য সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, উত্তর শাহতলী তালতলা বাইতুল ইছলাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো: জহিরুল হক লালু মাষ্টার, শাহতলী কামিল (এম.এ) মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসাইন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, মরহুমের ছেলে ও শাহতলী কামিল (এম.এ) মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মসজিদ কমিটির সহ-সভাপতি শাহালম খান মিরন, জাতীয় স্মৃতিসৌধ মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম পাটওয়ারী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় শাহতলী পাটওয়ারী বাড়ি মসজিদের সহ-সভাপতি মো: আক্তার হোসেন পাটওয়ারী, মরহুমের বড় ছেলে মো: আনোয়ার গাজী, ব্যবসায়ী মো: রিপন পাটওয়ারী, মো: কিরন খানসহ এলাকার সুধীজন ও মুসল্লীগণ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল (এম.এ) মাদরাসার আরবী প্রভাষক ও শাহতলী পাটওয়ারী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান।

দোয়া অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মরহুম সিরাজুল হক গাজীর নাতি হাফেজ সাকিবুল তায়েব।

একই রকম খবর

Leave a Comment