বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী চাঁদপুরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। সুজিত রায় নন্দী বলেন, মুসলিম সম্প্রদায়ের ঈদে হিন্দু সমপ্রদায়ের পূজায় আমরা সকলেই মিলেমিশে হয়ে যাই একাকার।
আমাদের মাঝে বিরাজমান এই সামপ্রদায়িক সমপ্রীতির নিদর্শন স্বরূপ বার বার ফিরে আসে এই আনন্দ উৎসব। মুসলিম সমপ্রদায়ের পবিত্র ঈদুল আযহার এই আনন্দ ছোট-বড়, ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক।
সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দে সকলেই সামিল হোক। সুখী-সমৃদ্ধ, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শিক্ষা সমৃদ্ধ-সন্ত্রাসমুক্ত সোনার বাংলাদেশ গড়ে উঠুক এই শুভ কামনায় চাঁদপুর জেলাবাসীর প্রতি রইলো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।