স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী।
অনুষ্ঠানে বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বিল্লালের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়র আব্দুর রব ভুইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিজি, অ্যাড জসিম উদ্দিন মিঠু, শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক এস,এম জয়নাল আবেদীন, যুগ্ন-আহবায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, বিশিষ্ট সাংবাদিক সদর উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ডা. শেখ মোহাসিন, সাবেক ছাত্রনেতা অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী।