চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুরঞ্জিত করের পিতা বিশিষ্ট ব্যবসায়ী নিরঞ্জন কর নীরু আর বেঁচে নেই।
তিনি ৮২বছর বয়সে গত ১৭ জুন বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ২টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। গত ১৮জুন শনিবার সকাল ৮টায় তার মরদেহ নিজবাড়ী মৈশাদী ইউনিয়ন ( বাবুরহাট স্কুল এন্ড কলেজ) মাঠ সংলগ্ন নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়-স্বজনদের অনেকে এ সময় কান্নায় ভেঙে পড়েন। তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলামসহ জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে আসেন।
চাঁদপুর থেকে ছুটে যান আত্মমানবতার সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার। তার নেতৃত্বে জীবন দ্বীপ নেতৃবৃন্দ প্রয়াত নিরঞ্জন করেন মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এ সময় চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের পরিচালক মৃণাল কান্তি দাস, জীবন দ্বীপের উপদেষ্টা মৃদুল কান্তি দাস, রক্তদাতা মোহাম্মদ সাইফুদ্দিন খান, অশোক চক্রবর্তী, তাপস মজুমদার, উৎপল দাস, সুমন দাস, পলাশ দাস মজুমদারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিবন্দীপ এর প্রতিষ্ঠাতা বিনয় ভূষণ মজুমদার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। এদিন দুপুর ২টায় পারিবারিক শ্বশানে তার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, প্রয়াতের সন্তান শিক্ষক সুরঞ্জিত কর জীবন দ্বীপের একজন সক্রিয় সদস্য ও নিয়মিত রক্ত দাতা। জীবনদীপ প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দুস্থ অসহায় মানুষের মাঝে স্বেচ্ছা রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ করা থেকে শুরু করে সেবামূলক কাজের মাধ্যমে জেলা শহরসহ দেশের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করেন।