পুরাণবাজারে সেমাই কারখানাকে জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করার অপরাধে আলম বেকারী নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে পুরাণ বাজার নিতাইগঞ্জ রোডে ওই বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈনুল হক জানান, রমজান মাস শুরু হলেই এ এলাকায় সেমাই তৈরী শুরু হয়। গত মাসেও একবার অভিযান পরিচালনা করে আলম বেকারীসহ আরো দু’টি বেকারীকে অর্থদন্ড দেয়া হয় এবং পরবর্তীর জন্য সতর্ক হওয়ার নির্দেশ দেয়া হয়। এ বেকারিটি পূর্বের মত নোংরা পরিবেশ সেমাই তৈরী ও গুনগত মান ঠিক না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।

একই রকম খবর

Leave a Comment