চাঁদপুর খবর রিপোর্ট : আগামি সোমবার (২৫ নভেম্বর) চাঁদপুর আসছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। সোমবার ৫টায় ঢাকা হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
রাত সাড়ে ৭টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত। রাত ৮টায় চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে মতবিনিময়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক, চাঁদপুর এর কার্যালয় দর্শন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর উপজেলা হাসপাতাল দর্শন, চাঁদপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ দর্শন।
এদিন সকালে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিস এর আধুনিকায়নের শুভ উদ্বোধন। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলা বাগাদী ইউনিয়ন পরিষদ অফিস পরিদর্শন। বাগাদী ইউনিয়ন ডিজিটাল সেন্টার দর্শন। বাগাদী ইউনিয়নের ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প দর্শন। মেঘনা পাড় আশ্রয়ণ প্রকল্প দর্শন।
দাসের হাট কমিউনিটি ক্লিনিক দর্শন। এদিন দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন। ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন। বিকেল ৩টা ৪০ মিনিটে ফরিদগঞ্জ সমিতি. ঢাকা কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।