মৈশাদীতে সোলার ল্যামপোস্ট স্ট্রিট লাইট স্থাপন

চাঁদপুর খবর রিপোর্ট ॥ বাংলাদেশ সরকারের সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩(সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডা. দীপু মনি এমপি মহোদয়ের আন্তরিকতায় এবং মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের প্রচেষ্টায় মৈশাদী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সোলার ল্যামপোস্ট স্ট্রিল লাইট স্থাপন করা হয়েছে।

শনিবার (৩০ জুন) মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের উপস্থিতিতে এ সোলার ল্যামপোস্ট স্ট্রিল লাইট স্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোশারফ হোসেন, ইউপি সদস্য বজলুল গণি জিলন, মহিলা মেম্বার শিলপি বেগম, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তারেক খান প্রমুখ।

একই রকম খবর

Leave a Comment