স্টাফ রিপোর্টার : সৌদি আরবের তায়েফ শহরের একটি বাসার পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে চাঁদপুরের দুজনসহ ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হতভাগ্য তিন বাংলাদেশি হলেন- মুহাম্মদ লিটন, মো. ফয়সাল ও মেহেদী।
এরমধ্যে লিটনের বাড়ি কুমিল্লায়। এছাড়া ফয়সাল ও মেহেদির বাড়ি চাঁদপুরে। ২৬ জানুয়ারি মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, তারা তিনজন মিলে পানির ট্যাংকির ভেতরে পরিষ্কার করতে ট্যাংকিতে নামেন। এ সময় ট্যাংকির গ্যাসে তিনজনই ঘটনাস্থলে মারা যান।