চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মান্দারীপুরে স্কুটার-অটোরিক্সা সংঘর্ষে আহত ৬

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মান্দারীপুর এলাকায় স্কুটার-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৬ জন গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন মরিম আক্তার (৬), পিতা-কবির হোসেন, রুবি বেগম (২৮), স্বামী-কবির হোসেন, কবির হোসেন (৩৫), পিতা-রমজান আলী, শাহানারা বেগম (৩০), স্বামী-মাহবুব হোসেন, তারেক হোসেন (২৪), পিতা-দেলোয়ার হোসেন। আহতের বাড়ী কুমিল্লা বড়–রা এলাকায়, তারা ভোরে আলীগঞ্জ মাজারে এসে জেয়ারত শেষ করে চাঁদপুরের বড় ষ্টেশন মূলহেডে ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হয়। আহত অটোরিক্সা চালক রিয়াদ হোসেন (২২), পিতা-আঃ মালেক, তার বাড়ী মহামায়া।

আহতদের সূত্রে জানা যায়, আলীগঞ্জ মাজার জেয়ারত করার পর একই ফ্যামেলির ৫জন চাঁদপুরে আসার উদ্দেশ্যে স্কুটার যোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। মান্দারীপুর এলাকায় আসার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্কুটারে থাকা ৫ জন যাত্রী ও অটোরিক্সা চালক গুরুত্বর আহত হয়। স্কুটার চালক তেমন আহত হয়নি।

একই রকম খবর