স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঢাকায় অধ্যয়নরত চাঁদপুর জেলার হাইমচর উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী ছাত্র ও সমাজকল্যাণ মূলক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেব মোঃ সোহেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসাইন। শুক্রবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই কমিটি অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইব্রাহিম খলিল শামীম এ কমিটি ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য জিল্লুর রহমান জুয়েল ও ঢাকায় অবস্থানরত হাইমচরের বিভিন্ন পেশাজীবি, ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

উল্লেখ্য ২০০৮ সাল থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর, হাইমচরের শিক্ষার্থীদের ও সমাজকল্যাণে কাজ করে আসছে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহয়তা, হল ও মেস সংক্রান্ত সহায়তা, অসচ্ছল ছাত্রদের আর্থিক সহায়তা, এস এস সি ও এইস এস সি জিপিএ ৫ সংবর্ধণা, ছাত্র শিক্ষক ও বিশিষ্ঠজনদের সন্মানে ইফতার, বার্ষিক শিক্ষা সফর, মেঘনার চরের স্কুলগুলোতে বই খাতা কলম ব্যাগ ও অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান, নদীর বাঁধ রক্ষায় পোস্টারিং, হাইমচরের কলেজগুলোতে ছাত্রদের নিয়ে সেমিনার আয়োজন, রক্তদান সহ হাইমচরের মানুষের কল্যাণে ১১ বছর ধরে কাজ করে আসছে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর।

একই রকম খবর