প্রেস বিজ্ঞপ্তি : দেশ ও জাতির বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু সাটেলাইট-১ আমেরিকার ফ্লোরিডা থেকে বাংলাদেশ সময় ১২ মে মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
এই সফল উৎক্ষেপণ উপলক্ষ্যে আজ ১৫ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর স্টেডিয়ামে বর্ণিল আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে আপনার সবান্ধব সানুগ্রহ উপস্থিতি কামনা করছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। সোমবার রাতে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।