চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পেলেন নতুন গাড়ি

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য অধিদপ্তর থেকে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নামে বরাদ্দকৃত জীপ গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার ২৪ মে দুপুরে উপজেলা পরিষদ কম্পেলেক্স আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি নতুন গাড়ির প্রতীকি চাবি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনের হাতে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর ইউএনও কানিজ ফাতেমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ, বিএমএ সভাপতি ডাঃ সৈয়দ মোঃ নূরুল হুদা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ অতিথিবৃন্দ।

একই রকম খবর