চাঁদপুর খবর রিপোর্ট : আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে সকাল ১০ টায় চাঁদপুর রোটারী ক্লাবে তা অনুষ্ঠিত হয়। সভায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারন প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজন্ন স্বাস্থ্য, পুষ্টি ,নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ক ব্যাপক আলোকপাত করা হয়। অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোঃ জামাল হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করেন, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোহাম্মদ ইলিয়াস।
ডাঃ গফুর আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাঃ সতি রাণী দে, চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সুত্রধর। এছাড়াও বক্তব্য রাখেন,
দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক সভাপতি ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, ইত্তেফাক ও বিটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন ,সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ।
এ ছাড়াও চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । কর্মশালায় বক্তারা বলেন আমাদের সমাজে এখনো মেয়েদেরকে ১৮ বছরের আগে এবং ছেলেদের ২১ বছরের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ প্রচলন রয়েছে। মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দিলে তার মধ্যে পরিপূর্ণতা আসে না।
এতে করে ঐ মেয়েটি অল্প বয়সে সন্তান গর্ভধারন করে এবং সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষনের মধ্যে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পরে বেশিরভাগ সময়। তাই বাল্য বিবাহ প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসতে হবে। কিশোর কিশোরীদের প্রজন্ন স্বাস্থ্যর বিষয়েও প্রতিটি পিতামাতার সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়।
সভায় আরো বলা হয় নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ বিষয়ে পরিবারের সকলকে সচেতন হতে হবে। নিজেদের সামর্থ্যরে মধ্যে সর্বোচ্চ ২ টি সন্তান একটি পরিবারের জন্য যথেষ্ট। সন্তানকে সু শিক্ষা এবং লালন পালনের জন্য ছোট পরিবার সুখি পরিবার।
অবহিতকরণ কর্মশালায় চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদবৃন্দ অংশ গ্রহন করে।