স্বাস্থ্য সপ্তাহের ২য় দিনে চাঁদপুরে সিভিল সার্জন র্কাযালয়ে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের ২য় দিনে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল বুধবারর সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সহকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আনোয়ারুল আজিম।

তিনি তার বক্তব্যে বলেন, গর্ভকালীন সময় হতে মা এবং শিশুর প্রতি যত্ন নিতে হবে। শিশু জন্মের পর দুই বছরের মধ্যে মেধার বিকাশ ঘটে। সেজন্য শিশুকে নিয়মিত ভিটামিন যুক্ত সাস্থ্যসম্মত খাবার খাবাতে হবে।

তিনি বলেন, প্রতিটি মানুষকে তার স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। স্বাস্থ্য পরিক্ষা খুবই গুরত্বপূর্ন একটি বিষয়। বয়সের সাথে শরীরের ওজন ঠিক আছে কিনা মাঝে মধ্যে তার ওজন মেপে দেখতে হবে। সুস্থ্য ও ভালো থাকতে হলে বেশি, বেশি করে মাছ খাওয়ার অভ্যাস করতে হবে। একই সাথে ভিটামিন জাতীয় ফলফ্রুট খেতে হবে।

চাঁদপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা বি এম এর সাধারন সম্পাদক ডাঃ মাহমুদুননবী মাসুম, চাঁদপুর উপজেলা পরিষদের পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ সাজেদা পলিন, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন তালুকদার, প্রমুখ। এছাড়াও উন্মক্ত আলোচনায় বিভিন্ন স্বাস্থ্য কর্মীরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment