চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) বিকেলে এ উপলক্ষে জেলা কমিটির আয়োজনে জেলা আওয়ামী লীগ অস্থায়ী কার্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ¦ মো. ইউসুফ গাজী। তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন।

এ সংগঠনকে গতিশীল করতে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা বিগত কোন সরকারের আমলে হয়নি। তাই জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় প্রধানমন্ত্রী করতে স্বেচ্ছাসেবকলীগকে ভূমিকা রাখতে হবে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এম.এ. হাসান লিটন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া কালু, জেলা মহিলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস মোর্শেদ জুয়েলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক ইফতেখারুল আলম মাছুম, এম. মুজিবুর রহমান, সদস্য অ্যাডভোকেট শাহ্ আলম, শাহ আলম খান, মিজান লিটন, কে এম মাসুদ, বাতাস মিয়াজী, মাইন উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি দেলওয়ার হোসেন রতন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক শেখ শরীফ আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব এমরান হোসেন উজ্জ্বল পাটওয়ারী, পাবেল প্রমূখ। সবশেষে প্রধান অতিথিসহ জেলা নেতৃবৃন্দ প্রতিষ্ঠবার্ষিকীর কেক কাটেন।

একই রকম খবর

Leave a Comment