স্টাফ রিপোটার : আইন সচিবের বরাবরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কর্মকতা-কর্মচারীবৃন্দ স্মারকলিপি প্রদান করলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁনের কাছে।
সোমবার ( ২৯ জুলাই ) সকালে সারাদেশের ন্যায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ সাহেবের চেম্বারে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
অ্যাসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ চাঁদপুর বিচার বিভাগের কর্মচারীদের পক্ষ থেকে বর্তমান জনবান্ধব সরকারের নিকট যে দাবিগুলো তুলে ধরেন সেগুলো হলো-(১) অধঃস্তন আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে গন্য করতঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করা। (২) সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক মহামান্য হাইকোর্ট ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ক্রমানুসারে প্রতি ০৫ বৎসর অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। ( ৩) অধঃস্তন আদালতের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা।
স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখর সভাপতি ও জেলা জজ আদালতের সেরেস্তাদার মোঃ জহিরুল হক মিয়া, সাধারন সম্পাদক ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রধান তুলনাকারক আবদুল কাদির ঢালী, কমিটির সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ওয়াদুদ, মোঃ ফখরুদ্দিন স্বপন, সহ-সাংঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সহ-তথ্যপ্রযুুক্তি প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ ছানাউল্লাহ তালুকদার, নুরুল আমিন ভুইয়া, মিজানুর রহমান কালু, নিপেন্দ্র চন্দ্র দাস, মোঃ মাকসুদউল্লাহ, মোঃ মফিজুল ইসলাম সহ অনন্য কর্মকতা-কর্মচারীবৃন্দ।