চাঁদপুরে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

ইব্রাহীম খান : চাঁদপুরসহ দেশের ২৭টি জেলায় ভিডিও কনফারেন্সির মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

এ উপলক্ষে ৮ আগস্ট বুধবার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা নির্বাচন অফিস।

স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন এই অনুষ্ঠানে এ সময় চাঁদপুরসহ দেশের আট জেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবি নেতৃবৃন্দের সাথে রাজধানীর নির্বাচন ভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

তিনি প্রধান অতিথি হিসেবে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, আমরা আজ ২৭ জেলার প্রত্যেকটি ভোটারদের কাছে স্মার্ট কার্ড পৌছে দিতে পারছি। ধীরে ধীরে দেশের প্রতিটি ভোটারের কাছে এই স্মার্ট কার্ড পৌছে দেয়া হবে। বর্তমান নির্বাচন কমিশন আগামী নির্বাচনে সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট কার্য সম্পন্ন করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এটি তার একটি। যাতে দেশের প্রতিটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বর্তমান কমিশনের মুল লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি ভোটারের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

চাঁদপুর জেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খানের সভাপ্রধানে ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো.মইনুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা.সাইদুজ্জামান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর চেম্বার সভাপতি জাহাঙ্গির আখন্দ সেলিম, ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোঃ মাকসুদুল আলম, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, বর্তমান সাধারন সম্পাদক মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, শাহরাস্তি পৌরসভার মেয়র এম এ লতিফসহ প্রশাসনিক, নির্বাচন অফিসের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।এ দিন ডা.দীপুমনিএমপি’র টাসহ ৩৪ জনের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। আজ ৯ আগষ্ট সকাল থেকে চাঁদপুর পৌর এলাকার ১ নং ওয়ার্ডে শুরু হবে বিতরণ।এর পর পর্যায়ক্রমে জেলায় দেয়া হবে স্মর্টকার্ড।

ডা. দীপু মনি এমপি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন আমাদের নির্বাচনকে এবং নির্বাচন প্রক্রিয়াকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একইভাবে আমাদের স্মার্টকার্ড বিতরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের নাগরিকদেরকে সকল নাগরিক সুবিধা পাবার অনন্য সুযোগ তৈরি করে দিয়েছে। তার জন্য নির্বাচন কমিশনের সকলকে চাঁদপুরবাসীর পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন,আমাদের দেশ জ্ঞান-বিজ্ঞানে,তথ্য-প্রযুক্তিতে এবং সকল ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ও উন্নয়ন হয়েছে। সামাজিক এবং নান্দনিকতার ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম জাতীয় পরিচয়পত্রের এই স্মার্টকার্ড বিতরণের মধ্য দিয়ে। এই অগ্রগতির জন্য কৃতজ্ঞচিত্তে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। যিনি নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন।তার সুযোগ্য কন্যার হাত ধরে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সকল ধরনের প্রতিক‚লতাকে ঐক্যবদ্ধভাবে অতিক্রম করে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যে অভিষ্ট লক্ষ আমরা আমরা ঠিকই পৌঁছে যাব। সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে হলে নির্বাচন কমিশনেরও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। নির্বাচন কমিশনের বেশ কিছু নির্বাচন জনগন দেখেছে। তাদের অধীনে সামনে জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই রকম খবর

Leave a Comment