মরহুম শফিক উল্লাহ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : মরহুম এ কে এম শফিক উল্লাহ সরকার স্মৃতি ফুটবল ট্রর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাজিরপাড়া ক্রিড়া চক্রের আয়োজনে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফাইল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মরহুম এ কে এম শফিক উল্লাহ সরকার স্মৃতি ফুটবল ট্রর্নামেন্টের আয়োজন করায় আমি নাজিরপাড়া ক্রিড়াচক্রকে ধন্যবাদ জানাই। মরহুম এ কে এম শফিক উল্লাহ সরকার যিনি চাঁদপুরে অনেক ক্রিড়া সংগঠন সৃষ্টি করেছেন। তাঁর আদর্শের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। নাজিরপাড়া ক্রিড়াচক্র জেলা ক্রিড়া সংস্থার কাজ থেকে যে কোন সহযোগিতা পাবে। আপনাদের জন্য যে কোন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

নাজির পাড়া ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, লেডী দেহলবি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া, সমাজসেবক ও ক্রিড়া সংগঠক কাজী মাইনুল হক জীবন, চাঁদপুর সরকারি কলেজের ক্রিড়া শিক্ষক স্বপন কুমার সাহা, সমাজসেবক ও ক্রিড়া সংগঠক ফারুক দেওয়ান।

চাঁদপুর ফুটবল দলের খেলোয়াড় মো. ওয়াহীদুর রহমান লাবুর পরিচালনায় ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাসুদুর রহমান মাসুম, নুরে আলম নয়ন, মো. মাসুম বেপারী। ফাইনাল খেলায় টাইব্রেকারে নাজিরপাড়া অলস্টারকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাজিরপাড়া তরুন সমাজ দল।

একই রকম খবর