এমএম কামাল : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় সড়ক দূর্ঘটনায় মো. রুহুল আমিন (৭৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিক চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের ঠাকুর বাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই ইউনিয়নের চতন্তর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে মো. ইউসুফ জানান, সকালে বাড়ী থেকে গরুর জন্য ঘাস কাটতে বের হন তার পিতা। পরে স্থানীয় লোকজন মাধ্যমে জানতে পারেন তিনি দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
সড়কের পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজাউদ্দৌলা রুবেল তাকে মৃত বলে ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, কোন দ্রæত গামী যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়। কিন্তু ঘটনার সময় আশপাশে কোন মানুষ না থাকায় যানবাহন সনাক্ত করা সম্ভব হয়নি। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পরবর্তী ব্যবস্থার জন্য হাজীগঞ্জ থানায় অবহিত করা হয়েছে।