স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলাস্থ মিয়ার বাজার এলাকায় পিকআফ (ঢাকা মেট্টো ম-১১-৩৪৭৫) ভ্যানের ধাক্কায় সোমবার (৩ জুন) মারাত্তক আহত হয়েছে শাহতলী আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা পিএম গিয়াস উদ্দিন আজম।
মাওলানা পিএম গিয়াস উদ্দিন আজম বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পিকআপ ভ্যানটি চাঁদপুর মডেল থানায় জব্দ রয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা পিএম গিয়াস উদ্দিন আজমের দ্রæত সুস্থতা কামনা করেছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও শাহতলী কামিল মাদ্রাসার গভনির্ং বডির সহসভাপতি সোহেল রুশদী।