স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের পক্ষ থেকে ক্যান্সার ও টিউমারসহ জটিল রোগে আক্রান্ত হত দরিদ্র রোগীদের মাঝে ১০লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ জুন) দুপুর ১২টায় চাঁদপুর শহরের স্টেডিয়াম পেভিলিয়নে “আন্তর্জাতিক পাবলিক সার্বিস দিবস” উপলক্ষে আলোচনা সভা শেষে এসব অনুদানের চেক প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত সুভ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনএসআই চাঁদপুরের উপ-পরিচালক ফারুক আহম্মেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির প্রমূখ। অনুদানের মধ্যে জটিল রোগে আক্রান্ত ১৯জন রোগীকে ৫০ হাজার টাকা এবং ১০জন হত দরিদ্রকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।