চাঁদপুরে হরিজন সমাজকল্যাণ সংগঠনের সভা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ হরিজন (হেলা) সমাজকল্যাণ সংগঠনের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি ও আলোচনা সভা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জুলাই) দুপুরে শহরের পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন স্বর্ণখোলা রোড হরিজন কলোনিতে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।

দীপু মনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের লোকদের জন্য কাজ করছেন। হরিজন সম্প্রাদায়ের পাশে বর্তমান সরকার আছে এবং সব সময় থাকবেন। হরিজনদের চাকুরীর ব্যবস্থা করেছেন। আগামীতেও তাদের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন। বিশেষ করে হরিজন সম্প্রদায়ের নারীদের কাজের সুযোগ আগের চাইতে এখন বেশী। তারা যেন আগামীতে কোন প্রকার বৈষম্যের শিকার না হন সে দিকে দৃষ্টি দেয়া হবে। আর হরিজন সম্প্রদায়ের শিক্ষিত ছেলেদেরও বিভিন্ন স্থানে চাকুরীর ব্যবস্থা করা হবে। নাগরিক মর্যাদা হিসেবে হরিজনরা পিছিয়ে থাকবেনা।

তিনি আরো বলেন, আপনারা কখনওই বলবেন না আমরা অবহেলিত। সারা বাংলাদেশের সকল নাগরিদের মত হরিজনরাও সমমর্যাদায় থাকবে। চাঁদপুর পৌর সভার মেয়রের সাথে আলোচনা করে হরিজনদের বেতন বৈষম্য সমাধানের আশ্বাস প্রদান করেন। হরিজন মেয়েরা শিক্ষায় এগিয়ে যাচেছ। মেয়েদের চাকরীর জন্য সাধ্যমত চেস্টা করে যাচিছ। হরিজনদের নিয়ে বসে তাদের সমস্যার কথা শুনে ব্যবস্থা গ্রহন করা হবে। হরিজনদের বেতন কাঠামো সারা দেশে যে ভাবে আছে চাঁদপুরে হরিজনদের ও সেভাবে থাকবে। চাঁদপুরের বিষয়ে হরিজনদের ্এগিয়ে নিতে সহযোগিতা দ্রত গতিতে চলবে।

তিনি তার বক্তব্যে বলেন, এ সরকারের সময় দেশের সকল রাস্তা, ঘাট, মসজিদ, মন্দিরের ব্যাপক ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে সবক্ষেত্রে মানুষ পিছিয়ে নেই। থাকবেওনা।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদ্বীপ দাস হেলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিষ্ণু হরিজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধ আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারন সম্পাদক মির্জা জাকির। আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রী কমিটির সহ-প্রচার সম্পাদক বিধান চন্দ্র দাস জনি, চাঁদপুর জেলা সমাজ প্রধান শ্যামল হরিজন। সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, চাঁদপুর জেলা সংগঠনের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন। এ ছাড়া এ কমিটির সারা বাংলাদেশের যারা এ কমিটিতে স্থান পেয়েছে তারা সকলে চাঁদপুরে এ অনুষ্ঠানে অংশ গ্রহন করতে চাঁদপুরে আসেন। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ ছাড়া প্রধান অতিথি ডা: দীপু মনি এমপিকে হরিজনদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম খবর

Leave a Comment