স্টাফ রিপোর্টার : চাঁদপুর হরিণা ফেরিঘাট টার্মিনালে সরকারি বেশ কয়েকটি গাছ রাতের আধাঁরে চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বি.আই.ডব্লিউটির দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা বিষয়টি জেনেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
স্থানীয় একটি চক্র হরিণা ফেরিঘাট বি.আই.ডব্লিউটির দায়িত্বে থাকা কর্মচারীদের যোগসাজশে রাতের আধারে গাছগুলো কেটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরকারি গাছ গুলো কেটে রাতেই স-মেইলে নিয়ে যায় আর কিছু গাছের টুকরো তাদের বাড়িতে নিয়ে রাখে। রোববার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট টার্মিনালে গিয়ে এই গাছ চুরির ঘটনাটি দেখা যায়। চুরি করা গাছ গুলো বিভিন্ন সাইজের কেটে এনে চোর চক্ররা তাদের বাড়ির কাজে ব্যবহার করতে দেখা যায়।
বাকি গাছগুলো স-মেইলের মালিকের কাছে বিক্রি করেছে। গাছের ডাল পালাগুলো লাকড়ি করে মানুষের কাছে বিক্রি করেছে। সরকারি গাছ কাটার সময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে বাধা দিলে ও প্রতিবাদ জানালে চোর চক্রদের সাথে বাক-বিতন্ডা সৃষ্টি হয়। স্থানীয় লোকজন জানায়, হরিনা ফেরিঘাটে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবৎ রাস্তার পাশে থাকা সরকারি গাছ কেটে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
এদের মধ্যে হরিনা ফেরি ঘাট এলাকার আলমগীর ছৈয়াল, সভু ছৈয়াল, জাহাঙ্গীর ছৈয়াল হরিনা ফেরিঘাট টার্মিনালের প্রায় ১০/১৫টি গাছ রাতের আধারে কেটে নিয়েছে। বি.আই.ডবিøউ.টির দায়িত্বে থাকা কর্মচারী কবিরের যোগসাজশে চোর চক্ররা গাছগুলো কেটে নিয়ে বিক্রি করেছে ।সরকারি গাছ কাটার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।