শাহমাহমুদপুরে আনন্দকুটি হরিসভা সংস্কার কাজের প্রতিস্থাপন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কেতুয়া আনন্দকুটির হরি সভার সংস্কার কাজের প্রতিস্থাপন রোববার ( ২ সেপ্টোম্বর) সকালে অনুষ্ঠিত হয়।

এ সময় হিন্দু বক্তদের উপস্তিতিতে বাবু হারাধন আচার্যের পরিচালনায় বিষ্ণু পূঁজার মাধ্যমে হরি ধ্বনী জয় জয় কার হরিধ্বনীতে মুখরিত হয় সভাস্থল।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে বিশেষ বরাদ্দে হরি সভার এই সংস্কার কাজ হচ্ছে। হরিসভার প্রতিস্থাপন কালে উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক ও হরিসভার সাধারন সম্পাদক বাসুদেব বর্ধন, সাবেক ইউপি সদস্য ইদ্রিস পাটওয়ারী, মহিলা ইউপি সদস্য বিলকিস আক্তার, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান মিষ্ঠু, হরি সভার সভাপতি বাবুল আচার্য, কোষাধ্যক্ষ তপন দাশ সহ এলাকার হিন্দুবক্ত, আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগ ও বি এন পি সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম খবর

Leave a Comment