স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাইমচর চরপোড়ালিয়া এলাকায় জেলেদের হামলায় মেঘনায় ডুবে নিখোঁজ পুলিশ সদস্য মোশারফ হোসেন এর মরদেহ বরিশাল জেলার হিজড়া এলাকায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই এলাকার মানুষ মরদেহ ভাসতে দেখলে পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং চাঁদপুর পুলিশকে জানায়।
চাঁদপুরের হাইমচর উপজেলায় চরকোড়ালিয়া নামক স্থানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে গিয়ে জেলেদের হামলায় মেঘনা নদীতে ডুবে মোশারফ হোসেন নামে পুলিশ সদস্য নিখোঁজ হয়। শুক্রবার (২৬ এপ্রিল) দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও নৌ-পুলিশ চেষ্টা চালিয়ে নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধান পায়নি। মোশারফ হোসেন হাইমচর থানার কর্মরত পুলিশ সদস্য ছিলেন।
মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম।
নিখোঁজ মোশাররফ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার বারকুন্ডা গ্রামের বাসিন্দা। গত কয়েক বছরই হাইমচর থানায় কর্মরত রয়েছেন। তার একমাত্র সন্তান চার বছরের শিশু মাহির।