মো. ইসমাইল হোসেন হাইমচর থেকে : বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী মাসব্যাপী উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ডা. জেআর ওয়াদুদ টিপু বলেন, সকল বেদাবেদ ভুলে গিয়ে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৯ জুলাই আনন্দ শোভাযাত্রা অংশগ্রহন করতে হবে। আওয়ামীলীগকে সুসংগঠিত করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার বিকেল ৪টায় হাইমচর উপজেলা ডাকবাংলায় অনুষ্ঠিত বিশেষ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালি, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া, হুমায়ুন পাটওয়ারী, যুগ্ন সম্পাদক লোকমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সরকার, জিএম জাহিদ, মজিবুর রহমন বেপারী, দপ্তর সম্পাদক মাকছুদ আলম খাঁন, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে চরভৈরবী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহমেদ আলি মাষ্টার, উপজেলা যুবলীগ আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, ছাত্রলীগ নেতা মহাসিন পাটওয়ারীসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলি, জেলা আওয়ামীলীগ শিক্ষা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েলসহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।