স্টাফ রিপোর্টার : বিদেশে একটি দুর্ঘটনায় হাত হারিয়ে দেশে ফিরে এসেছিল খায়ের মিজি৷ শেষ অবলম্বনটুকু দিয়ে একটি গাড়ি কিনে দিয়েছিল ছোট ভাইকে, যার উপার্জনেই চলছিল সংসার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই গাড়িটি সরকারি কাজে রিকিউজিশন করা হয়। হাইমচরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় গাড়িটি, আহত হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও।
তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেয়া হয় আহত ব্যাক্তিকে। গাড়ির ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু দুই ভাইই অসুস্থ হওয়ায় আর উপার্জনের একমাত্র মাধ্যম গাড়িটিই না থাকায় পরিবারটি অসহায় হয়ে পরেছে, স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছিল কষ্টকর।
এই অসহায় পরিবারের জন্য ব্যাক্তিগত উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী এবং ব্যাবসায়ী নুরুল ইসলাম নান্টু।
তারা যথাক্রমে এক লক্ষ এবং পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন৷ পুলিশ সুপার কার্যালয়ে সোমবার (২২ এপ্রিল) এই দেড় লক্ষ টাকা ভুক্তভোগীর হাতে তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।