হাইমচরে চরভৈরবী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

মোঃ ইসমাইলঃচাঁদপুর জেলা হাইমচর উপজেলা ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার পদপ্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল বিজয় হয়েছে।

গতকাল সোমবার হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার পদপ্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল নৌকা প্রতিক ভোট পেয়েছে ৪৭৫০ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিকে জেসমিন রশিদ ৪০৭১ ভোট পেয়েছে। স্বতন্ত্র আনারস প্রতিক মোঃ রেজাউল করিম হাওলাদার ৩৭৯ ভোট,

ঘোড়া প্রতিকে সাবেক চেয়ারম্যান মোঃ হারুন রশীদ (ভুট্টা) মুন্সি ৪১ ও মটর সাইকেল প্রতিকে মোঃ আক্তারুজ্জামান হাওলাদার ১২৫ ভোট পেয়েছে। । ইউনিয়নে ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করে। চরভৈরবী ইউনিয়ন ৯ টি ওয়ার্ডে ৪৮ ভোট কক্ষে ৭৬০৫ জন পুরুষ ও ৭২৩৫ জন নারী মোট ১৪৮৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

একই রকম খবর