হাইমচরে নির্বাচনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচর প্রতিনিধি : গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সহিংসতায় হাইমচরে ক্ষতিগ্রস্ত বিএনপির নেতা-কর্মীদের খোঁজখবর নিয়ে তাদের সান্তনা দিলেন চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

গত শনিবার (৮ জুন) বিকেল ৪টায় উপজেলার উত্তর আলগী গ্রামে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিএনপির নেতা শফিক আখন ও মান্নান আখনসহ নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে তাদের সান্ত¡না দেন এবং তাদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দেশে আজ আইনের শাসন নেই। শুধু ক্ষমতার অপব্যবহার চলছে। একদলীয় নির্বাচনের সময় হাইমচরে বিএনপির নেতা-কর্মীরা যে সহিংসতার শিকার এবং এই আখন বাড়িতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সত্যিই কলঙ্কজনক।

জানি এই অবৈধ সরকারের শাসনামলে এর ন্যায়বিচার হবে না। বিএনপি ক্ষমতায় আসলে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তাদের সেই অশুভ শক্তিকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। এ ঘটনা সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ অবগত রয়েছেন।

সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সলিম, মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, যুবদল সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, স্বেচ্ছাসেবক দল সভাপতি অ্যাডঃ জাহাঙ্গীর খান, ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক,

সাবেক সদস্য সচিব সরদার আঃ জলিল, সহ-সভাপতি আঃ রহমান কবিরাজ, মোঃ বিল্লাল হোসেন আখন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, যুবদল সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহির মাঝি, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান আখন, ছাত্রদল সভাপতি মোঃ সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আখন, স্বেচ্ছাসেবক দল আহবায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব জহির মিয়াজীসহ হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম খবর