চাঁদপুর খবর রির্পোট : আসন্ন হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার পদপ্রার্থী মোঃ ইউসুফ জুবায়ের শিমুল পক্ষে ভোট চেয়ে মাঠে প্রচারণা করেছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা:জে আর ওয়াদুদ টিপু,চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড:জিল্লুর রহমান জুয়েল ।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী চাঁদপুর জেলা যুবলীগের নেতা মাহফুজুল রহমান টুটুল ,চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,চাঁদপুর জেলা পরিষদের সদস্য সাংবাদিক খোরশেদ আলম,হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সউদ আল নাসের।
গতকাল শুক্রবার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার প্রতিকে ভোট চেয়ে ব্যাপক জনসংযোগ করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, নৌকা প্রতিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, নৌকা প্রতিক আলহাজ্ব ডাঃ দীপু মনি’র, নৌকা মার্কা উন্নয়নের মার্কা। আপনাদের ইউনিয়নের উন্নয়ন করতে চান তাহলে নৌকার কোন বিকল্প নেই।
আগামী ২৮ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করে ঘরে ফিরবেন। নৌকায় ভোট দিলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগ নেতৃবৃন্দ।