চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের হাইমচরে কৈশোর কালীন স্বাস্থ্য সেবা, গর্ভকালীন সেবা,২৪/৭ প্রসব সেবা, প্রসবোত্তর সেবা,পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ও দীর্ঘমেয়াদী পদ্ধতির ক্যাম্প আয়োজন মঙ্গলবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁদপুর জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খানের সাথে সেবা কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করা হয়েছে । সেবা সপ্তাহের তৃতীয় দিন-পূর্বের রাত্রে” দুর্গম চর এলাকা মেঘনা নদীর পশ্চিম পাড়ে ২৪০০০ জনগোষ্ঠীর আবাসস্থলে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর-জেলা প্রশাসন ও মা মনি এম এন সি এইচ প্রোজেক্ট এর সহায়তায় সেবা কার্যক্রম সম্পর্কে প্রাক আলাপ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্যাহ, চীফ অব পার্টি, মা মনি এম এন সি এইছ প্রোজেক্ট জবি জর্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম, এমও(এমসিএইচ-এফপি) ডাঃ আকলিমা আকতার পিয়া,উপজেলা পপ কর্মকর্তা মোঃ আলমগির, স্থানীয় চেয়ারম্যানসহ জনগণ।