হাইমচরে প্রয়াত নেতাদের বাড়িতে সূজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে এক দিনের সফরে এসে সদ্যপ্রয়াত নেতাদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে যান চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক সূজিত রায় নন্দী।

২ জুলাই শনিবার তিনি প্রথমে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কায়কোবাদ চুন্নুর বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান পরে জেলা আওয়ামী লীগ নেতা শাহজাহান চোকদার, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মানিত সদস্য বিল্লাল হোসেনের সহধর্মিনী ফাতেমা বেগম নিপুর  নিহত নেতাদের বাড়িতে গিয়ে তাদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

এদিন তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের ভাগিনা চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মানিত সদস্য বিল্লাল হোসেনের সহধর্মিনী ফাতেমা বেগম নিপুর মিত্যুতে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেন।

এসময় তিনি বলেন, নিহত নেতাদের অবদান কোনভাবেই ভুলার মত নয়। আমরা এসেছি তাদের কবর জিয়ারত করতে ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে। আজকে সব জায়গায় নিহত নেতাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। আমি মনে করি এসব ত্যাগী নেতাকর্মীরা অমর হয়ে থাকবে।শুধু আজকে নয় সব সময়ই যেন এসব নেতাদের পরিবারের পাশে আমরা থাকতে পারি তাহলেই প্রয়াত নেতাদের আত্মা শান্তি পাবে ।

এছাড়াও এদিন তিনি শহরের বাবুরহাটে এলাকায় নিহত এক ছাত্রলীগ নেতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও স্বেচ্ছাসেবক লীগ নেতার পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রশীদ সর্দার, সাবেক কাউন্সিলর মাহফুজ বেপারী,সাবেক যুবলীগ নেতা রিপন ভদ্র, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিপুল মজুমদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হারুনূর রশীদ মুন্না।

একই রকম খবর