হাইমচর প্রতিনিধি: চাঁদপুর জেলা হাইমচর উপজেলার প্রান কেন্দ্রে আলগী বাজার বালুর মার্কেটের অবস্থিত ইব্রাহিম প্লাজার ২য় তলার থেকে তাহ্ফীজুল উম্মাহ্ স্কুল এন্ড মাদ্রাসা পরিচালক মোঃ মোশাররফ হোসাইন বাড়ির মালিক কে কোন প্রকার নোটিশ ছাড়াই গত সোমবার রাত ২ টায় মাদ্রাসার জিনিস পত্র নিয়ে অন্যত্রে উধাও হয়েছে এমনটাই অভিযোগ ইব্রাহীম মিজি প্লাজা মালিকের স্ত্রীর।
মাদ্রাসা টি চলে যাওয়া বাড়ির কে লোকসানে পোহাতে হচ্ছে প্রায় ১২ লক্ষাধিক টাকা। ইব্রাহীম প্লাজা মালিকের স্ত্রী জানান ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মাদ্রাসাটি এখানে থাকবে সে মোতাবেক মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন তার কথা মত অতিরিক্ত ১২ লক্ষ টাকা খরচ করি। মাদ্রাসায় এক প্লাটে ৫ টি অপর জায়গায় বেশ কয়েকটি বার্থরুম সহ আরো করিয়েছেন।
অনার সাথে আমাদের ৫ বছরের চুক্তি হয়েছে। আমাদের এখান থেকে যেতে হলে ১ মাস আগে নোটিশ দিতে হবে কিন্তু কোন নোটিশ নেই চোরের মত রাত ২ টায় রুম থেকে পালিয়ে যায়। আমি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কে বিষয়টি জানিয়েছি। মাদ্রাসা কতৃপক্ষের আমার এতোগুলি টাকা ক্ষতি গ্রস্ত করেছে আমি সাংবাদিকদের মাধ্যমে বিচার চাই।
এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক মোঃ মোশাররফ হোসাইন জানান ওনার ঐখানে ছাত্র- ছাত্রী সংকলন হয়নি। আমি আরো আগে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে নোটিশ দিয়েছি। আমার ছাত্রী ও ছাত্রদের অভিভাবকের অভিযোগ ছিল তাই আমাকে সেখান থেকে চলে আসতে হয়েছে।