স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাইমচর বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্ডার গার্ডেনের শিক্ষিকাকে ৩ বছর যাবৎ ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
বিয়ে না করে শিক্ষিকাকে জানে মেরে ফেলার হুমকি দেওয়ায় প্রতারক হাসান আল মামুনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নয়নে গ্রামের মৃত ন‚র মোহাম্মদ হাওলাদারের ছেলে বখাটে হাসান আল মামুন তিন বছর প‚র্বে সিএনজি স্কুটার যাওয়ার সময় কিন্টার গার্ডেনের শিক্ষিকার সাথে পরিচয় হয়। কৌশলে বখাটে হাসান আল মামুন শিক্ষিকার মোবাইল নাম্বারটি নিয়ে প্রতিদিন ফোন করে তাকে উত্তপ্ত করতে থাকে।
কিন্ডার গার্ডেনের শিক্ষিকার বাবা মারা যাওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে তার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাকে আন্টি পরিয়ে দীর্ঘদিন যাবত শিক্ষিকার বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীর মত অবৈধ মেলামেশা করতে থাকে।
শিক্ষিকা বিয়ে করার কথা বললে লম্পট হাসান আল মামুন তার ছোট বোনকে বিয়ে দেওয়ার পরে নিজে বিয়ে করবে বলে শিক্ষিকাকে আশ্বস্ত করেন। কিছুদিন প‚র্বে প্রতারক হাসান আল মামুন শিক্ষিকাকে আর বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয় ও এই ঘটনাটি কাউকে জানালে জানে মেরে ফেলার হুমকি দেয়।
এই ঘটনার পরেই শিক্ষিকা নিরুপায় হয়ে চাঁদপুর আদালতে প্রতারক হাসান আল মামুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর, ৪১/২০১৯ ধারা ৪৯৩/৫০২ এর ২। আদালত প্রতারক হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
শারীরিক নির্যাতনের শিকার শিক্ষিকা জানায়, বাবা মারা যাওয়ার পর অসহায় হয়ে পড়ায় সেই সুযোগটি কাজে লাগিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হাসান আল মামুন দীর্ঘদিন যাবৎ নিজের অমতে জিম্মি করে স্বামী স্ত্রীর মতো মেলামেশা করেছে। সে যে এভাবে প্রতারণা করে নিজের ইজ্জত হানি করবে তা জানা ছিল না। যদি সে বিয়ে না করে তাহলে মরণ ছাড়া আর কোন গতি থাকবে না। এই ঘটনাটি যাতে কাউকে না বলি এজন্য হাসান আল মামুন বিভিন্ন মোবাইল ফোন থেকে ফোন করে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এখন পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সঠিক বিচার দাবি করি ও সুষ্ঠু সমাধান কামনা করছি।