বিশেষ প্রতিনিধি : হাইমচর উপজেলা ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নে বাসিন্দা মৃত জয়নাল আবেদীন ভূইয়ার ছেলে নজরুল ইসলাম ভূইয়া ও তার স্ত্রীকে জান্নাত বেগমকে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার অভিযোগে চাঁদপুর কোর্টে একটি মামলা দায়েরের করেন তার স্ত্রী জান্নত বেগম।
গত ৭ মার্চ চাঁদপুর কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নজরুল ইসলাম ভূইয়া ও তার ভাই তাজুল ইসলাম ভূইয়া বিরুদ্ধে একটি মামলা দায়েরের করেছেন।
জান্নাত বেগম ও তাহার পরিবার হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীন ভূইয়া ছেলে মো.নজরুল ইসলাম ভূইয়া তার স্ত্রী জানাত আক্তার ও তাহার পরিবারের কাছ থেকে বিদেশ যাইবার সময় ৫ লাখ টাকা চায়।জান্নাত বেগম এর পরিবার বিদেশে যাবার সময় তাহাকে তিন লক্ষ টাকা দেওয়া হয়,বিদেশে থাকা অবস্থায় নজরুল ভূইয়া জান্নাতের ভরণপোষণ না দিয়ে উল্টো আরও তাহাকে বিভিন্ন অপবাদ দিতে শুরুকরে।গত ফেব্রুয়ারি ২০২২’ইং তারিখে নজরুল ভূইয়া বিদেশ হতে দেশে আসে এবং পূনরায় বিদেশে যাবে বলে জান্নাতের পরিবারের কাছে আরও দুই লক্ষ টাকা দাবী করে,জান্নাতের মধ্যবিত্ত পরিবার টাকা দিতে অপারগ বললে,নজরুল ও তাহার বড় ভাই তাজুল ইসলাম ভূঁইয়া জান্নাতের উপর বিভিন্ন কায়দায় শারীরিক ও মানুষিক নির্যাতন চালায়।
এমনকি জান্নাতের বাপের বাড়িতে গিয়ে জান্নাত কে বেধক মারধর করে,একপর্যায় জান্নাত অজ্ঞান হয়ে পড়লে এলাকা বাসী নজরুল ভূঁইয়াকে ধাওয়া করে বলে জানান জান্নাতের পরিবার ও এলাকাবাসী।
এবং নজরুল ইসলাম ভূঁইয়ার আচরণ দেখে বুঝা যায় যে সে পরিপূরণ একটা নেশাখোর,,,এবং নেশা করে সে জান্নাত বেগম কে ব্যাপক মারধর করে বলে জান্নাতের পরিবার জানান।
জান্নাত বেগমের মা জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে প্রায়ই নির্যাতন করত জামাই নজরুল ইসলাম ভূইয়া ও তার বড়ভাই তাজুল ইসলাম ভূইয়া,মানসিক এবং শারীরিক ভাভে অত্যাচার করে।
এবিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান, গৃহবধূর জান্নাত বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।