হাইমচরে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দোকান ভাড়া উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ

হাইমচর প্রতিনিধি : হাইমচর উপজেলার তেলিরমোড় অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের দোকান ভাড়া উত্তোলনের কেন্দ্র করে দু’ গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনার সংবাদ পাওয়া গেছে।

১০ মে রাত ৮টায় হাইমচর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আওয়াতায় দোকান ভাড়া টাকা উত্তোলনকে কেন্দ্র মন্দির কমিটির সভাপতি অজয় কৃষ্ণ মজুমদারের সাথে স্থানীয় হিন্দু ধর্মাবলী মিলন মাঝির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনা সুত্রে জানাযায় হাইমচর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন যাবত জটিলতা চলছিল। মন্দির কমিটির সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার কমিটির জটিলতা অবসান ও শান্তি শৃঙ্খলা লক্ষে বিজ্ঞ আদালতে দিনেশ চন্দ্র দেওয়ান ও অনিল কৃষ্ণ মাঝিকে বিবাদী করে মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৩০/২০১৯।

মন্দির কমিটির সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার জানান দীর্ঘদিন ধরে এই মন্দিরের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। দায়িত্বকালিন সময় মন্দিরের আওয়াতায় দোকান ভাড়া ও মন্দিরে দেওয়া বিভিন্ন অনুদান মন্দিরের উন্নয়নমূলক কাজে ব্যয় করে আসছি।

প্রায় দু’ বছর ধরে মন্দিরের সাধারন সম্পাদক দিনেশ চন্দ্র দেওয়ান দোকান ভাড়ার টাকা হিসাব দেই দিচ্ছি বলে যাচ্ছেন। কিন্তু বিগত দু’ বছরের যাবতীয় হিসাব মন্দির কমিটির কাছে দিচ্ছে না।

স্থানীয় মন্দিরের ভক্ত মিলন মাঝি লোকজন নিয়ে মন্দিরের পাশে দোকান ভাড়া উত্তোলন করতে আসলে স্থানিয় লোকজন তাদেরকে প্রতিহত করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষনিক হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার ও স্থানীয় লোকজন মিমাংশা করার আশ^াস দিয়ে লোকজনকে সরিয়ে দেন। এ নিয়ে স্থানীয় মন্দিরের ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

একই রকম খবর

Leave a Comment