স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাইমচর উপজেলা গন্ডামারা গ্রামে স্ত্রীকে ভাতের সাথে বিষ মিশিয়ে দিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
বিষ মিশানো ভাত খেয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলো গৃহবধূ মিনু বেগম (৩৫)কে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
গৃহবধূর পরিবার জানায়, ১৬ বছর পূর্বে ফরিদগঞ্জ বিষকাঠালি গ্রামের হান্নান মিজির মেয়ে মিনু বেগমের সাথে হাইমচর গন্ডামার গ্রামের কামাল দেওয়ানের সাথে বিয়ে হয়। মিনু বেগমের বিবাহিত জীবনে দুটি সন্তান রয়েছে। স্বামী কামাল দেওয়ান তাকে প্রায়ই সময় যৌতুকের দাবিতে বেদম মারধর করতো।
ঘটনার দিন দুপুরে স্বামী কামাল দেওয়ান ঘরে ভাতের সাথে বিষ মিশিয়ে দেয়। ঘর থেকে বের হওয়ার পূর্বে সে বিষ মিশানো ভাত স্ত্রীকে খেতে বলে।সেই ভাত খাওয়ার পরে মিনু বেগম মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরে বাড়ির অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে।
তার অবস্থা অবনতি দেখে সেখান থেকে এম্বুলেন্স যোগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।
ঘটনার পর থেকেই লম্পট স্বামী কামাল দেওয়ান বাড়ি থেকে পালিয়ে যায়।
মিনু বেগমের জাল রহিমা বেগম জানায়, প্রায় সময় কামাল দেওয়ান এর সাথে মিনুর ঝগড়া হতো। কি কারনে ভাতের সাথে বিষ মিশানো হয়েছে তা জানা নেই। ঘটনার পর থেকে কামাল দেওয়ান কে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবার।