স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ নূর হোসেন পাটওয়ারী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।
দীর্ঘ পাঁচ বছরের উন্নয়ন ও সফলতার জন্য তাকে আবারও হাইমচরবাসী এ উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাই মনোনয়ন সংবাদ শুনা মাত্র উপজেলার প্রানকেন্দ্র আলগী বাজারে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ড এ মনোনয়ন ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নূর হোসেন পাটওয়ারী ও তাঁর সফরসঙ্গী।
এ সময় তিনি বলেন- আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দিপু মনিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড আমাকে নৌকা দিয়েছেন, এই নৌকার উত্তরাধিকারী হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণ।
তিনি আরও বলেন- আমি নেতাকর্মীদের সহায়ক, নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে হাইমচরকে আধুনিক উপজেলায় রূপান্তর করা আমার লক্ষ্য ও উদ্দেশ্য।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে তিনি নমিনেশন ফরম সংগ্রহ করেন। আগামী ১২ ডিসেম্বর নমিনেশন ফরম সংগ্রহের শেষ দিন, ১৫ ডিসেম্বর জমা, ২২ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার ও ১৩ জানুয়ারী ২০২০ হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।