মোঃ ইসমাইল : সকল জল্পনা কল্পনার শেষে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারী সোমবার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
১ ডিসেম্বর রোববার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবলায়ের ওয়েবসাইডে নির্বাচন কমিশনের আদেশক্রমে উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষর এবং স্মারক নং ১৭,২০,৪০,০৭৯,৪০,০২৮,১৯,৭৩২ তারিখ ১ ডিসেম্বর ২০১৯ এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিলের মাধ্যমে জানাযায়, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার। মনোনয়ন পত্র বাচাইয়ের তারিখ ১৫ ডিসেম্বর রোববার। প্রার্থীতা প্রত্যাহের শেষ তারিখ ২২ ডিসেম্বর রোববার।
ভোট গ্রহনের তারিখ ১৩ জানুয়ারী সোমবার। ভোটগ্রহনের সময় সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত।