হাইমচর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী ইসহাক খোকন

হাইমচর প্রতিনিধি : হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে এমন ঘোষণা আসায় এ নির্বাচনে নতুন মোড় নিয়েছে। উপজেলাবাসীর প্রত্যাশা-আওয়ামী লীগ ও বিএনপি এই বড় দুটি দলের অংশগ্রহণে নির্বাচনটি হবে বেশ উৎসবমুখর।

এদিকে এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন মোঃ ইসহাক খোকন। তিনি উপজেলা বিএনপির সদস্য। এছাড়া তিনি ইতিপূর্বে চারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তাকে এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন দেয়ার জন্যে উপজেলা বিএনপির পক্ষ থেকে গত শনিবার (৭ ডিসেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক বরাবর চিঠি দেয়া হয়।

এই চিঠি কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ডে ইতিমধ্যে পাঠানো হয়েছে। তবে যেহেতু একজনকেই মনোনয়ন দেয়ার জন্যে সুপারিশ করা হয়েছে, তাই তিনিই দলের মনোনয়ন পাচ্ছেন বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক। আর ভাইস চেয়ারম্যান পদে দল থেকে সমর্থন দেয়া হয়েছে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম ফজলুর রহমানকে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর বিষয়টি আজ রোববার চূড়ান্ত হবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হচ্ছে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার।

একই রকম খবর