হাজীগঞ্জে আগুনে পুড়ে ৫ বসতঘর ছাই

সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী গ্রামে পাঁচ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

বুধবার (২জুলাই) সকাল ১১ ঘটিকায় মাড়কী বক্স মজুমদার বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো ওই বাড়ীর শাহজাহান, বাদশা মিয়া, বিরাম খাঁ, কবির হোসেন ও সফিক মিয়া। তবে ফায়ার সার্ভিস যাওয়ার পূর্বেই পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মঞ্জুর ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই মজুমদার বাড়ীর পাঁচটি বসত ঘর পুড়েছে। স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান পলাশ বলেন, শাহজাহান মিয়ার বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দরিদ্র শ্রেণীর।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন প্রধানীয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও শাড়ি লুঙ্গি প্রদান করেন। এমনকি তিনি আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর জন্য দুপুরের খাবারের আয়োজন করেছেন।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া চাঁদপুর খবরকে বলেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সাময়িক ভাবে তাদের জন্য শুকনো খাবার ও পোশাক দিয়েছি। পরবর্তিতে তাঁরা যেন নতুন করে বসতঘর নির্মান করতে পারে সে ব্যবস্থাও করেছি।

একই রকম খবর