হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য্য শিক্ষার্থীর আত্মহত্যা

সাইফুল ইসলাম সিপাত : এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য্য হওয়ায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার রাতে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত শিক্ষার্থী বিউটি আকতার (১৭) উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের গঙ্গানগর মিজিবাড়ীর আবদুর রব মিজির মেয়ে। সে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

ফলাফল খারাপ হওয়া আত্মহত্যা করেছে বলে জানান তার মা পেয়ারা বেগম। হাজীগঞ্জ থানার এসআই আবু জাফর তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগির হোসেন রনি জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী এক শিক্ষার্থীর মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

একই রকম খবর