হাজীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ শীর্ষ ৪ মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ ৪ শীর্ষ বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ৫ জুলাই হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে এসআই ফারুক আহাম্মদ ও তাহার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মকিমাবাদ ৬নং ওয়ার্ড মো. হাবিবুর রহমানের স্ত্রী আসামী কাজলী বেগম (৪৪) কে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। একই ওয়ার্ডের মৃত আব্দুর রহিমের ছেলে আসামী মোঃ কাউছার আলম (২৫) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

একই দিন বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী আসামী জাকির হোসেন (৩৫) কে ১২০ পিস ইয়াবাসহ আটক। একই দিন একই গ্রামের সর্দার বাড়ীর মৃত শের আলী গাজীর ছেলে ইকবাল হোসেন গাজী (২৭) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে পুলিশ।

উল্লেখ্য যে, হাজীগঞ্জের আলোচিত মাদক স¤্রাজ্ঞী কাজলী দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছে তার স্বামী হাবিবুর রহমান এর সহায়তায়। তাদের এ সকল অবৈধ কাজে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে যেতো। সে তার বিরুদ্ধে চাঁদপুর আদালতে ২/৩টি মিথ্যা মামলা দায়ের করেছেন বলে জানা যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, আমাদের পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় প্রতিনিহিত এ ধরনের অভিযান অব্যাহত আছে। অতএব মাদকের বিষয়ে কোন ছাড় নয়, সে যে দলের যত বড় নেতাই হোক তাকে একদিন হলেও হাতে নাতে আটক করা হবে, এতে কোন সন্দ্রেহ নেই।

একই রকম খবর