হাজীগঞ্জে চার যুবকের ধর্ষণের ঘটনায় থানায় মামলা, বিয়ে পণ্ড

মনিজ্জামান বাবলু : চাঁদপুরের হাজীগঞ্জে ৪ যুবকের ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাজিগঞ্জ থানা পুলিশের আন্তরিকতায় কিশোরীকে থানায় নিয়ে আসা হয়।

ওই কিশোরীর দেয়া অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি। ওই সময় জিজ্ঞাসাবাদের জন্য একটি ইউপি সদস্য অহিদুল ইসলাম কে থানায় হাজির করা হয়।

আট মাসের অন্তঃসত্ত্বা কিশোরী (সোনিয়া আক্তার ১৭)। অসুস্থ্য হবার পর মা হাসপাতালে নিয়ে গেলে বেরিয়ে আসে অন্তঃসত্ত্বার খবর। দরিদ্র মা একজন ভিক্ষুক, বাবা ফজুলল হক নেই।

কিশোরীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে একই বাড়ীর চার যুবকের নাম। গ্রামবাসী ইজ্জত রক্ষার্থে চার যুবকের কাছ থেকে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জামা রাখলেন। সেই টাকা দিয়ে কাল আজ শনিবার ওই কিশোরীর পছন্দমতো পাত্রের কাছে বিয়ের অয়োজন করেন এলাকার মাতাব্বরা। এখন ওই বিয়ে পন্ড হয়ে গেছে।

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ডাটরা শিবপুর গ্রামের গাজী বাড়ী।

ধর্ষিতা কিশোরীর দেয়া তথ্য মতে একই বাড়ীর ইসমাইলের ছেলে রাব্বি (১৯), বিল্লালের ছেলে মেরাজ (২২), রফিকের ছেলে ইসমাইল (২১) ও সিরাজের ছেলে আরফিন আমিনুল (২০) মিলে তার এই সর্বনাশ করেছে।

শুক্রবার দুপুরে জানতে চাইলে ইউপি সদস্য ওহিদুল ইসলাম বলেন, অর্থদন্ডের টাকাগুলো ব্যাংকে জমা আছে। আমরা সমাজের ইজ্জত রক্ষার্থে বিয়ের ব্যবস্থা করছি। সকল প্রস্তুতি শেষ।

এলাকার মাতাব্বর মো. মোস্তফা কামাল বিকম জানান, এ ঘটনাকে কেন্দ্র করে আমরা এলাকায় সালিশ করেছি। অভিযুক্ত চার যুবককে অর্থদন্ড দেয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু জানান, ‘আমি ওই কিশোরীর অন্তঃসত্ত্বার বিষয়টি জেনেছি। বিস্তারিত কিছু পরে আর জানতে পারিনি।’
মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেন বলেন, মামলাটি দায়েরের পর তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে আমরা ধর্ষিতা কিশোরীকে থানায় নিয়ে আসি। তার দেয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একই রকম খবর

Leave a Comment